ভারতীয় বিধানসভায় ‘চোর’ উপাধি পেলেন মোদি!

ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই মোদি এবং আদানির সম্পর্ক নিয়ে কটাক্ষ চলছে। এবার গোয়ার রাজ্যসভায় আম আদমি পার্টির (আপ) সাংসদ সঞ্জয় সিং এক ঝাঁঝালো বক্তব্যে আদানি ও মোদি ইস্যুতে উত্তেজনা সৃষ্টি করলেন।

তিনি বলেন, “গলি গলিতে শোর মোদি সরকার চোর” এই স্লোগানের মধ্য দিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। তার বক্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

রাজ্যসভায় সঞ্জয় সিং দাবি করেন, “আদানি ভারত থেকে বিদ্যুৎ চুরি করে তা বাংলাদেশে পাচার করছে। ভারতের জনগণের অধিকার ক্ষুণ্ন করে বাংলাদেশের জনগণের পেট ভরাচ্ছে মোদি সরকার।”

তিনি প্রশ্ন তোলেন, “ভারতে বিদ্যুতের জন্য যখন হাহাকার চলছে, তখন মোদি সরকার কীভাবে বিদ্যুৎ চুরি করে বাংলাদেশে পাঠায়?” সঞ্জয় সিং অভিযোগ করেন, মোদি সরকার আদানির জন্য দালালির কাজ করছে।

তিনি বলেন, “মোদি ক্ষমতায় আসার পর আদানির সম্পদ কয়েক হাজার গুণ বেড়ে গেছে। নদী থেকে সমুদ্র, সব জায়গায় ছড়িয়ে পড়েছে আদানির সম্পত্তি। এই সম্পদ বৃদ্ধির পেছনে মোদি সরকারের বিশেষ ভূমিকা রয়েছে।”

তিনি আরও বলেন, মোদি সরকার দেশের ভেতরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধদের মধ্যে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। সঞ্জয় সিং বারবার বলেন, “গলি গলিতে শোর হ্যায়, মোদি সরকার চোর হ্যায়।” স্পিকার তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এর আগে, চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সঞ্জয় সিং। এর জেরে গুজরাটের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের স্ত্রী সুলক্ষণা তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলাও করেছেন। উল্লেখ্য, ভারতের সংসদ ভবনে আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একবার ধস্তাধস্তি ও হাতাহাতির জেরে ছয়জন সংসদ সদস্য গুরুতর আহত হন এবং তাদের মধ্যে দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *