বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি স্থগিত নিয়ে ছড়িয়ে পড়া গুজবের মধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছেন সংগঠনের তিন সমন্বয়ক।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠের কর্মসূচি যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা।
ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে সমন্বয়ক তরিকুল ইসলাম, মোহাম্মদ রাকিব এবং আব্দুল হান্নান মাসুদ কর্মসূচি স্থগিতের গুজবকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন।
তরিকুল ইসলাম লিখেছেন, “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের প্রোগ্রাম বানচালের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
সমন্বয়ক মোহাম্মদ রাকিবও একইরকম বার্তা দিয়ে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকালের কর্মসূচি স্থগিত ঘোষণা করেনি। সবাই প্রস্তুত থাকুন। প্রোগ্রাম হবে।”
অন্যদিকে, আব্দুল হান্নান মাসুদ লিখেছেন, “প্রোগ্রাম স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
এদিকে, সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, কর্মসূচি নিয়ে জরুরি মিটিং চলছে এবং পরে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার তাদের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দিয়েছিল,
যেখানে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে উল্লেখ করে এর সমালোচনা এবং ‘আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক’ করার কথা বলা হয়েছে।