দফায় দফায় সং’ঘ’র্ষে ১ জনের মৃ’ত্যু, টহল দিচ্ছে যৌথ বাহিনী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে আজিজ মিয়া (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক সন্ধ্যা সাড়ে ৬টায় বলেন, পরিস্থিতি এখন শান্ত। তবে সব কিছু দেখে যা মনে হচ্ছে, তাতে সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে সেটি বলা যাচ্ছে না।

বর্তমানে যৌথ বাহিনী টহল দিচ্ছে। স্থানীয়রা জানায়, সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের কয়েকজন যুবক কয়েকদিন আগে সলিমগঞ্জ বাজারে এসে পার্শ্ববর্তী বাড়াইল গ্রামের এক দোকানদারের কাছে বাকী চান।

দোকানদার বাকী না দেওয়ায় লোকজন নিয়ে এসে বাড়াইল গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন তারা। এলাকাবাসী জানায়, একটি সিএনজিকে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে আবারো বাড্ডা

গ্রামের সশস্ত্র লোকজন মঙ্গলবার দুপুরের পর বাড়াইল গ্রামে হামলা চালায়। এসময় বাড়াইলের লোকজনও প্রতিরোধ গড়ে তুলে। চলে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া।

অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী সেনাবাহিনী ও পুলিশের বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

পিয়াস বসাক বলেন ‘সংঘর্ষে একজন নিহত হয়েছেন৷ আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। পরিস্থিতি মোকাবেলায় টহল চলছে। আমরা ঘটনাস্থলে আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *