গোপালগঞ্জ থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা।

এ সময় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দেয় আলোদালনরত শিক্ষার্থীরা। সোমবার (২৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চত্ত্বরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচি পালন করে।

পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় দাবি পূরণে বিভিন্ন ধরনের শ্লোগান দেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপসহ সকল ধরণের কার্যক্রম বন্ধ রাখে শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকোলে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মেহেরাব গাজী, ৩য় বর্ষের শিক্ষার্থী তমা সেন, পিবুল বিশ্বাস, পিয়া হালদার বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা অবিলম্বে তাদের দাবিকৃত দুইটি সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবি মেনে নেয়ার আহবান জানান। এছাড়া, আগামীকাল ঢাকায় মহাসমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়ে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *