ভিসা ছাড়াই বিশ্ব ভ্রমণ!

যদি কাউকে প্রশ্ন করা হয় ভিসা ছাড়া কোনো দেশে কী যাওয়া যেতে পারে। তাহলে সেই ব্যক্তি উত্তর দেবেন, না। তবে বিশ্বে এমন এক ব্যক্তি ছিলেন যিনি কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই গোটা বিশ্ব ভ্রমণ করেছেন। কোনো দেশ তাকে বাধা দেয়নি।

ভ্যাটিকান সিটিতে তিনি থাকতেন। তার নাম পোপ ফ্রান্সিস। তাকে এমনভাবে দেখা হতো যে, কোনো দেশ কখনো তার ভ্রমণে আপত্তি করেনি।

তিনি ৫০ টির বেশি দেশ ভ্রমণ করেছেন। কোনো পাসপোর্ট বা ভিসা লাগেনি। ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে তিনি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট ফিগার। তার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল। ফলে তিনি বিশ্বের যে কোনো জায়গা ভ্রমণ করেছেন কোনো ভিসা তার লাগেনি।

ইতালি এবং ভ্যাটিকান সিটির মধ্যে ১৯২৯ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখান থেকেই ভ্যাটিকান সিটিকে একটি আলাদা মর্যাদা দেওয়া হয়ে থাকে। ১৯৬১ সালে ভিয়েনা চুক্তিতেও বলা হয়েছিল পোপ হবে সকলের উপরে। তিনি কোনো দেশের অধীনে নন। চীন এবং রাশিয়া ভিসার বিষয়টি নিয়ে কড়াকড়ি করলেও পোপ তার উপরে থাকেন।

পোপকে সকলে দেশের উপরে রেখেছে। তার কাছে রয়েছে একটি ব্যক্তিগত বিমান। সেটি করেই তিনি গোটা বিশ্ব ভ্রমণ করেছেন। সেই বিমানের নাম শেফার্ড ওয়ান। এটি একটি বোয়িং বিমান। পোপের বিমান হিসেবে এটিকে ধরা হয়ে থাকে।-সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *