জামালপুরে গোসলের সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ছনকান্দা এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
তারা হলেন—জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের আহমেদুর রহমানের ছেলে আফিফ আহমেদ, তপন আহমেদের ছেলে ইয়ামিন আহমেদ রাহী এবং হাফিজুর রহমানের ছেলে রওশন আহমেদ।
তাদের মধ্যে রওশন ঢাকার একটি স্কুলে দশম শ্রেণি, ইয়ামীন জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণি এবং আফিফ একই স্কুলের নবম শ্রেণির ছাত্র। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।
জামালপুর ফারার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুপুরে ৭ জন একসঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করার সময় পাঁচজন নিখোঁজ হয়। দুজন তীরে সাঁতরে উঠলেও সাঁতার না জানায় নিখোঁজ হন তিনজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টার পর বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এ দিকে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।