
বাংলাদেশকে ‘সাপ’ আখ্যা দিয়ে কটূক্তি করেছেন ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা আসনের বিজেপি এমপি নিশিকান্ত দুবে। একই সঙ্গে তিনি বাংলাদেশে গঙ্গার পানি সরবরাহ বন্ধের দাবি তুলেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) নিজের বক্তব্যে তিনি ভারত-বাংলাদেশের ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তি বাতিলের আহ্বান জানান।
নিশিকান্ত দুবে বলেন, “গঙ্গার পানি নিয়ে ১৯৯৬ সালে কংগ্রেস সরকার যে চুক্তি করেছিল, তা ছিল ভারতের জন্য বড় ভুল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব? এখন তাদের চূর্ণবিচূর্ণ করার সময় এসেছে।”
পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সন্ত্রাসবাদে সমর্থন দিয়ে যাচ্ছে এবং যতদিন না বাংলাদেশ এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করবে, ততদিন তাদের পানি সরবরাহ বন্ধ রাখতে হবে।
এসময় বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের পূর্বেকার মন্তব্যের প্রসঙ্গ টেনে নিশিকান্ত বলেন, “নিতিশ কুমারও বলেছিলেন বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিস্তা পানি চুক্তির বিরোধিতা করেছেন।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি ইস্যুতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তান হুমকি দিয়েছে, ভারত যদি সিন্ধুর পানির প্রবাহে বাধা দেয়, তবে তা যুদ্ধ ঘোষণার সমান হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে