
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়। এর জেরে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কৌশলগত ব্যবস্থা গ্রহণ করেছে।
পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। এ অবস্থায় ভারত ঝিলাম নদীতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পানি ছেড়েছে, যার ফলে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
মুজাফফরাবাদ বিভাগের প্রশাসন জানিয়েছে, ভারত আগাম কোনো সতর্কবার্তা না দিয়েই অতিরিক্ত পানি ছাড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে ঝিলাম নদীর তীরবর্তী এলাকাগুলোর মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
উল্লেখ্য, ঝিলাম নদী সিন্ধু নদের একটি গুরুত্বপূর্ণ উপনদী। ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তির আওতায় নদীগুলোর পানি বণ্টন হয়। তবে পেহেলগামের হামলার পর সেই চুক্তি ভারত স্থগিত করেছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
এদিকে ওই হামলার দায় অস্বীকার করেছে কাশ্মীরভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। এক বিবৃতিতে তারা জানায়, ভারতীয় গণমাধ্যমে প্রচারিত তাদের দায় স্বীকারের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। গোষ্ঠীটি এটিকে ভারতের “মিথ্যা প্রচারণা” বলেও দাবি করেছে।
বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কূটনৈতিক মহলে আশঙ্কা করা হচ্ছে, সীমান্তে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
তথ্যসূত্রঃ https://youtu.be/DmiSi4sndEE?si=2iGR9VrZl69RC07r