চার নয় তিন জানুয়ারি সমাবেশ ২৫ ক্যাডার সংগঠনের

প্রশাসন ছাড়া ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদে’র পূর্ব ঘোষিত সমাবেশ ৪ জানুয়ারির পরিবর্তে আগের দিন ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের সমাবেশের সুযোগ নিয়ে তাদের লোকজন আমাদের মধ্যে ঢুকে পড়ে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটাতে পারে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মফিজুর রহমান বলেন, সমাবেশের ভেন্যু ঠিক করা হয়েছে ফার্মগেটের খামারবাড়ির কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) হল। ওই দিন সকালে সমাবেশ হবে।

সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদে’র এ সমন্বয়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *