বড় হা’মলার আশঙ্কায় বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয় গ্রামবাসী!

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে। ইতোমধ্যেই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে।

সেইসঙ্গে পাল্টাপাল্টি দোষারোপ এবং হুমকি-ধামকি তো চলছেই। এমন পরিস্থিতিতে পাকিস্তানের দিক থেকে যেকোন মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কা করছেন ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা।

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আত্মরক্ষার্থে নিজেদের বাঙ্কারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন তারা। শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এমনই তথ্য দিয়েছে ভাস্কর লাইভ।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, জম্মু-কাশ্মীরের পুঞ্চ বিভাগে উত্তেজনা চরমে উঠেছে। ভারতীয় সীমান্তের শেষ প্রান্তে অবস্থিত সালোত্রি গ্রামে উত্তেজনা বেশি।

সেখানে ইতিমধ্যে গত দুইদিন গোলাগুলি হয়েছে। এ অবস্থায় সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাঙ্কারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন গ্রামটির বাসিন্দারা। লাইন অব কন্ট্রোলের (এলওসি) খুব কাছাকাছি থাকায় বেশি শঙ্কার মধ্যে আছেন তারা।

সরকারি এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, পাকিস্তানি সেনারা এই মুহূর্তে হালকা অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কঠোর জবাব দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সালোত্রির বাসিন্দারা জানিয়েছেন, ভারত সরকার তাদের এসব বাঙ্কার বানিয়ে দিয়েছে। বাঙ্কারগুলো অনেক শক্তপোক্ত তো বটেই, সেইসঙ্গে বুলেটপ্রুফ। এছাড়া, এগুলো গোলাবর্ষণের সময়ও নিরাপত্তা দেবে। মাটির ১০ ফুট নিচে তৈরি করা হয়েছে বাঙ্কারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *