ভারতকে নিয়ে যে ঘোষণা দিলো ইসরায়েল

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত যদি প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, “আমরা ভারতের পাশে আছি। এটি আমাদের নৈতিক অবস্থান। বন্ধু এভাবেই বন্ধুর পাশে থাকে।

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল এ বার্তা দেয়। মারমোরস্টেইন বলেন, “আমরা মনে করি, এই হামলার সঙ্গে ইসরায়েলের মাটিতে অতীতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার মিল রয়েছে।

পরিস্থিতি আলাদা হতে পারে, কিন্তু হত্যাযজ্ঞ একই। ভারতের মতো আমরাও উগ্র জিহাদি সন্ত্রাসবাদের শিকার। নির্দোষ মানুষের ওপর সন্ত্রাসী আক্রমণের ভয়াবহতা আমরা বুঝি।”

ভারতের প্রতি সংহতি জানিয়ে তিনি আরও বলেন, “ভারত আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। যখন উগ্র সন্ত্রাসীরা আপনার দেশবাসীকে লক্ষ্যবস্তু বানায়, তখন সেই বেদনা আমরা গভীরভাবে অনুভব করি। অতীতেও আমরা ভারতের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

প্রসঙ্গত, পেহেলগামে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৫ জন ভারতীয় পর্যটক ও এক নেপালি নাগরিক। ভারত অভিযোগ করছে, কাশ্মিরভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পাকিস্তান মদদ দিচ্ছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *