বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সাবেক রাষ্ট্রপতির জামাতাকে

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা মোহাম্মদ মাহমুদুজ্জামানকে অবসর দিয়েছে সরকার। তিনি অতিরিক্ত কর কমিশনার পদে কর্মরত থাকলেও কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনার হিসেবে চলতি দায়িত্ব পালন করছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে বুধবার (২৩ এপ্রিল) তার অবসরের আদেশ জারি করা হয়, যা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে প্রকাশ পায়। সরকারি আদেশে বলা হয়েছে,

মোহাম্মদ মাহমুদুজ্জামানের সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসর প্রদান করা হয়েছে। তিনি অবসরজনিত সকল সুবিধা প্রাপ্ত হবেন।

একই দিনে একই আইনের আওতায় কর আপিল অঞ্চল-১, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও অবসরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *