কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তথ্য ফাঁস

ভারতের কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের (২২ এপ্রিল) ভয়াবহ হামলায় নিহত নৌ কর্মকর্তার একটি ছবি ও ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পুরনো এক দম্পতির ছবি ভারতীয় গণমাধ্যমে ওই নৌ কর্মকর্তার ছবি বলে প্রচার করা হয়েছে বলে

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, পেহেলগামে মঙ্গলবারের হামলার পর যে ছবিটি নিহত নৌ কর্মকর্তার বলে দাবি করা হচ্ছে, সেটি আসলে ওই দম্পতির নয়।

মূল ছবি যাদের, সেই দম্পতি এক ভিডিওতে বিষয়টি স্পষ্ট করেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, “আমরা বেঁচে আছি। আমি জানি না কেন আমাদের ছবিগুলো

গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। ভারতীয় ওই দম্পতি তাদের বিবৃতিতে বলেন, “আমাদের ছবিকে নৌবাহিনীর কর্মকর্তা ও তার স্ত্রীর বলে দেখানো হচ্ছে, যা বোধগম্য নয়।”

সূত্রঃ https://youtu.be/-h1W1CBvRpE?si=0d9-EcJb74D1kaXJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *