
জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানের সময় রাজধানীর চানখার পুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় চার পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মামলার শুনানির দিন ধার্য রয়েছে এবং প্রসিকিউশনের তরফ থেকে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের কথা রয়েছে।
তবে প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তারা গতকালই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন। সে কারণে আজ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা সম্ভব হচ্ছে না। এজন্য তারা আদালতে একটি সংক্ষিপ্ত সময়ের আবেদন করবেন, যার শুনানি আজই অনুষ্ঠিত হবে।
গতকাল মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর চিফ প্রসিকিউটর এক সংবাদ ব্রিফিংয়ে জানান, এই মামলার তদন্তে সময় লেগেছে ছয় মাস ১৩ দিন। তদন্তে ৭৯ জন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং ১৯টি ভিডিও পর্যালোচনা করা হয়েছে, যেগুলোর মধ্যে গুলি করার দৃশ্য রয়েছে।
যে ছয়জন নিহত হয়েছেন ৫ আগস্ট, সরকার পতনের কয়েক ঘণ্টা আগে পুলিশের গুলিতে, তাদের ডেথ সার্টিফিকেটও পর্যালোচনা করা হয়েছে। সব তথ্য বিশ্লেষণ করে তদন্ত সংস্থা মোট আটজনকে অভিযুক্ত করেছে।
এদের মধ্যে প্রধান আসামী করা হয়েছে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে, যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ কমান্ড রুমে তার নির্দেশনার অডিও রেকর্ডিংও জব্দ করা হয়েছে।
পুলিশের আরও চারজন উচ্চপদস্থ কর্মকর্তা এই মামলায় যুক্ত রয়েছেন। এ ছাড়া অভিযুক্তদের মধ্যে থাকা চারজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন, যাদের মধ্যে কেউ কনস্টেবল, কেউ আনসার সদস্য। তবে হাবিবুর রহমানসহ বাকি চারজন আসামি পলাতক রয়েছেন।
প্রসিকিউশন জানিয়েছে, তারা এখনও নিশ্চিত নন যে এই চারজন দেশেই আছেন নাকি দেশের বাইরে পালিয়ে গেছেন। যদি নিশ্চিত হওয়া যায় যে তারা বিদেশে আছেন, তবে ইন্টারপোলের মাধ্যমে তাদের গ্রেফতার প্রক্রিয়া শুরু করা হবে। আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সময় চাইবে।