বিদেশগামী ও হজ-ওমরাহ যাত্রীদের জন্য সুসংবাদ দিলো ‘কাস্টমস’

বিদেশগামী ও হজ-ওমরাহ যাত্রীদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে কাস্টমস। তাদের ভোগান্তি কমাতে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে নতুন সেবা।

‘ফার্স্ট ট্র্যাক সার্ভিস’ নামে এ সেবা অনুমোদিত পরিমাণের অতিরিক্ত শুল্কারোপযোগ্য পণ্য তাৎক্ষণিক শুল্ক পরিশোধের মাধ্যমে খালাস করার সুযোগ দেওয়া হচ্ছে।

এখন থেকে অতিরিক্ত মালামাল নিয়ে আসা যাত্রীরা বিমানবন্দরেই শুল্ক প্রদান করে পণ্য নিতে পারবেন। শুল্ক পরিশোধে সাময়িক অসুবিধা হলে, যাত্রীরা ২১ দিনের মধ্যে শুল্ক প্রদান করে পণ্য ছাড়িয়ে নিতে পারবেন।

আগে, এসব মালামাল আটক হলে কাস্টম হাউসে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তা ছাড়ানোর ক্ষেত্রে ঝামেলা পোহাতে হতো।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আল আমীন বলেন, এখন যাত্রীরা দালালের খপ্পরে পড়বেন না। দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় শুল্ক পরিশোধ করতে পারবেন। এটি প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য সুসংবাদ।

ব্যবসায়ীরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নতুন নিয়মে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। বিশেষ করে কসমেটিকস, পারফিউম, বেবিফুড, এবং মোবাইলের মতো পণ্য আমদানি সহজ হবে। ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম বলেন, আমাদের লক্ষ্য সেবার মান বাড়ানো।

এ উদ্যোগে যাত্রীদের ভোগান্তি কমবে এবং রাজস্ব আদায়ও নিশ্চিত হবে। এই উদ্যোগ যাত্রীসেবা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *