আ’লীগের পলাতক সব এমপি-মন্ত্রীদের নিয়ে এবার যা বললেন ‘প্রেস সচিব’

আওয়ামী লীগের পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন,

তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। সোমবার (২১ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, কাতারের সঙ্গে পারস্পারিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে, কাতারে শ্রম বাজার আরও সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে।

তিনি বলেন, কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও কাতারের আমীর শেখ তামীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৈঠকে ভিসা সহজীকরণ ও জ্বলানি নিয়ে আলোচনা হবে।

শফিকুল আলম আরও বলেন, কাতারে আল-জাজিরার হেড অফিসে সাক্ষাৎকার দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কাতারে রোহিঙ্গা নিয়ে একটা আড়াই ঘণ্টার সেশন হবে, সেখানে অংশও নেবেন তিনি। সেখান থেকে আরও কিছুটা অগ্রগতি হবে রোহিঙ্গা সংকট সমাধানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *