
লন্ডনে বিয়ের দাওয়াতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা। চোখেমুখে কোনো চিন্তা হতাশা ভাব নেই। উল্টো যেন আনন্দ ফুর্তি, হ্যান্ডশেকের প্রতিযোগিতায় একেকজন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
পড়া একটি ভিডিওতে এমনটাই দেখা গেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেশ থেকে লুট করা টাকায় বিলাস বহুল জীবন যাপন করে সবাই সুখী ও সুস্বাস্থ্যের অধিকারী। অথচ, এদেশে পড়ে থাকা নানান ফৌজদারি অপরাধে জড়িত তারা।
আরও লেখা হয়েছে, নেতা-কর্মীদের এখন বিদেশে পালিয়ে যাওয়া কুলাংগার নেতাদেরও সকল দায় নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে
থাকতে হচ্ছে, অন্য দলের হাতেপায়ে পড়ে কোনোরকমে সাহায্য প্রার্থনা করছে।’
দেখুন সম্পূর্ণ ভিডিও: https://www.facebook.com/share/v/1ABXZ5M1kB/