ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোকেয়া হলে আয়োজন করা হয়েছে “স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ এবং হেলথ্ চেক-আপ” শীর্ষক ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্প রবিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হবে এবং এর আয়োজন করেছে “ক্যাম্পাস কেয়ার ইনিশিয়েটিভ”।
এই ক্যাম্প দুইটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে ব্যাসিক ধারণা ও বিভিন্ন স্কিল শেখানো হবে। পরবর্তী ধাপে হলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেলথ্ চেক-আপ কার্যক্রম পরিচালিত হবে।
প্রথম সেশনে প্রশিক্ষণ শুরু হবে বিকাল ২ টা থেকে ৪ টা । তারপর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে বিকাল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই ফ্রি ক্যাম্পে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পাবেন,
যার মধ্যে রয়েছে: ইউরিন টেস্ট, ব্লাড সুগার টেস্ট, ইসিজি এবং আরও ৯ প্রকার পরীক্ষা। প্রথম সেশনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা চেক-আপ কার্যক্রমে ডাক্তারদের সঙ্গে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন। এভাবে তারা ব্যবহারিক জ্ঞান অর্জনের
পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। ক্যাম্পটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে “ড্রীমার্স কনসালটেশন এন্ড রিসার্চ”।