চলন্ত বাসে অস্ত্রসহ তিন ‘ছিনতাইকারী’, অতঃপর…

সাভারে যাত্রীবাহী চলন্ত বাস থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউনে মৌমিতা বাসে তল্লাশি চালিয়ে

তাদের আটক করা হয়। তারা সবাই ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গত তিন মাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন

থেকে পুলিশ টাউন পর্যন্ত এলাকায় যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাই করে আসছে একটি চক্র। দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করছে তারা।

এসব ঘটনা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে ব্যাংক টাউন এলাকায় তল্লাশি চৌকি বসানো হয় বলে জানান এ কর্মকর্তা। তিনি বলেন, চৌকিতে রাজধানী ঢাকাগামী মৌমিতা

পরিবহনে তল্লাশি করার সময় যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারীকে সুইচ গিয়ার চাকুসহ আটক করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতীতের মতো যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা বাসে উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *