
ভারতের উত্তরপ্রদেশে মুসলিম নির্যাতনের মাত্রা নতুন করে চরম পর্যায়ে পৌঁছেছে। রাজ্যের মোজাফফরনগরে প্রকাশ্যে একজন মুসলিম নারীর হিজাব খুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম সমাজে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। মোজাফফরনগরের খালপাড় এলাকায় জোরপূর্বক এক মুসলিম নারীর হিজাব খুলে নেওয়া এবং তার সঙ্গী
পুরুষকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী নারী ফারহিন এবং সচিন নামে এক ব্যক্তি ‘‘উৎকর্ষ স্মল ফাইনান্স’’ নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
সোমবার ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভিডিওতে দেখা যায়, একজন পুরুষ ফারহিনের হিজাব জোর করে খুলে দিচ্ছে, অন্যদিকে বাকিরা গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার মাধ্যমে তাদের অপমান করছে।
২০ বছর বয়সী ফারহিন তার মায়ের নির্দেশে সচিনের সঙ্গে মোটরসাইকেলে করে ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথে দর্জিওয়ালী গলির কাছে আট থেকে দশ জন পুরুষের একটি দল তাদের ঘিরে ধরে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
পুরো ঘটনাটি পথচারীদের একজন মোবাইলে ধারণ করেন এবং পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জনতাকে ছত্রভঙ্গ করে ফারহিন ও সচিনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর ‘‘ভারতীয় দণ্ডবিধির সহিংসতার প্রাসঙ্গিক ধারায়’’ মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ১২ এপ্রিল আনুমানিক বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে ঘটনাটি ঘটে।
এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
স্থানীয় মুসলিম সমাজ ও অধিকারকর্মীরা ঘটনার ন্যায়বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এমন ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে, সে জন্য প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন সকলে।