‘৫ আগস্ট না ঘটলে আজ আমি ওসি হতে পারতাম না’

কুষ্টিয়ার খোকসায় বিএনপির কর্মী সভায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বলেন, আমি ছিলাম নির্যাতিত। ৫ আগস্ট পট পরিবর্তন না হলে আমি ওসি হতে পারতাম না। আমি এটা বলিও স্বীকার করি।

ওসি’র দেওয়া এ বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার (২৫ ডিসেম্বর) খোকসা উপজেলার জানিপুর পাইলট হাইস্কুল মাঠে বিএনপির কর্মী সমাবেশে ওসি ওই বক্তব্য দেন।

তার দেওয়া এ বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলের সভা মঞ্চে উঠে ওসির এমন বক্তব্য প্রদানে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ওসি মঈনুল তার বক্তব্যে বলেন, গত ১৫-১৬ বছর আপনারা কোথায়, কীভাবে ছিলেন তা খুব ভালো করেই জানেন। অনেক কষ্ট করেছেন, ঠিকমতো আপনারা বাড়িতে থাকতে পারেননি। আমি পুলিশ, হয়তো আরেকজন ছিল, আমাকে বাধ্য করা হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা আমাকে দেখে হয়তো বলেছেন, ইনি বড় বড় কথা বলে। আসলে আমিও ছিলাম নির্যাতিত। ৫ আগস্ট পট পরিবর্তন না হলে আমি ওসি হতে পারতাম না। আমি এটা বলি ও স্বীকার করি।

অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করে আপনারা আজ এ পর্যন্ত পৌঁছতে পেরেছেন। যে সুযোগ এসেছে তার সৎ ব্যবহার করেন। ১৫/১৬ বছর পরে আপনারা এক জায়গায় হতে পেরেছেন। তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ নিতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন।

এরপর রাজনৈতিক কর্মসূচী সুষ্ঠুভাবে পালনে উপস্থিত সকলকে আহবান জানান ওসি।রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ কোনো ঝামেলা কিংবা হট্টগোল করবেন না। আমার থানার সামনে অনুষ্ঠান,

তাই এসেছি মনের টানে । আপনাদের সেবায় নিয়োজিত আছি। যথা সম্ভব আপনাদের সেবা প্রদান করবো। এ বিষয়ে ওসি শেখ মঈনুল ইসলাম দাবি করেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি। দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকতে ও সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালনে তাদের দুটি কথা বলেছি মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *