বিশেষ ৩ পুলিশ কর্মকর্তাকে কা’রা’গারে রাখার নির্দেশ

জুলাই-আগস্ট গণ-আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

এই তিন পুলিশ কর্মকর্তার বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামলার তদন্ত শেষ পর্যায়ে। এ মাসে রিপোর্ট দাখিল করতে পারব।

তাদের তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অন্যদিকে চট্টগ্রামে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত তৌহিদুল ইসলাম ওরফে ফরিদকে ৭ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের পর প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘গত ১৬ ও ১৮ জুলাই চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা করে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে থেকে এই হামলা চালিয়েছে।

এতে ১১ জন শহীদ হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৪০০ জন।’

তিনি আরো বলেন, ‘এই হামলায় অংশ নিয়ে ২৫ রাউন্ড গুলি করেছে তৌহিদ।’ এ মামলায় গত ২৫ মার্চ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *