
মাত্র ছয় মাসের কারাদণ্ড এড়াতে ১০ বছর পালিয়ে ছিলেন সোহেল হাওলাদার (৩৫)। তবে শেষ রক্ষা হলো না, দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত ধরা পড়লেন তিনি। শনিবার (১২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার মাদক মামলায় সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল হাওলাদার ঝালকাঠির নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার বাসিন্দা।
তার বাবার নাম মৃত হারুন হাওলাদার। নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৪ সালে বরিশাল সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ছয় মাসের সাজা হয় সোহেল হাওলাদারের।
এরপর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর শনিবার সকালে সোহেল হাওলাদারকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।