তিন জেলায় টানা ৪ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার!

আসন্ন চৈত্র সংক্রান্তি (চৈত্র মাসের শেষ দিন) উপলক্ষে আগামী ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্যান্য জেলায় চৈত্র সংক্রান্তির সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।

আগামী ১৩ এপ্রিল রবিবার। এর আগের দুদিন—শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটি। এছাড়া পরদিন ১৪ এপ্রিল, সোমবার, পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে।

ফলে পার্বত্য এলাকার বাসিন্দারা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ২৭ মার্চ এক নির্বাহী আদেশে এ সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখাও বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *