লা’শে’র উপর নৃত্য ও ম’দ্যপান মেতেছে ই’সরায়েলী বাহিনী

গাজায় সীমাহীন বর্বরতা চালিয়ে লাশ আর ধ্বংসস্তূপের ওপরেই যেন উল্লাসে মেতে উঠেছে নেতানিয়াহুর বাহিনী। চলছে নাচ, গাওয়া আর মধ্যপান—একটি পিশাচকেও হার মানানো মানব আচরণ যেন নিঃশংসতার অনন্য নজির হয়ে উঠেছে পৃথিবীর বুকে।

জ্বলেপুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে ফিলিস্তিন। সম্প্রতি বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে,

যেখানে দেখা যায়—মিসাইলের আঘাতে মানুষ ১০ থেকে ১৫ তলার বেশি উচ্চতায় ছিটকে যাচ্ছে, আবার সেখান থেকে নিচে পড়ে যাচ্ছে। এই দৃশ্য যেন আধুনিক বিশ্বের সকল বর্বরতাকেই ছাড়িয়ে গেছে।

“কোথায় আজ মানবিকতা? কোথায় আজ বিবেক?”—এই প্রশ্নে ছেয়ে যাচ্ছে পুরো সামাজিক যোগাযোগমাধ্যম। এমন সময়ে কিছু প্রোডাক্ট বিজ্ঞাপনও অদ্ভুতভাবে ভেসে উঠেছে, যেমন:

কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ—”আপনার লন্ড্রি এক্সপার্ট” হিসেবে আত্মপ্রকাশ করছে। কিন্তু গাজার এই ভয়াবহ চিত্রের মাঝে এসব যেন মরুভূমিতে পানির মতো বিব্রতকর।

গাজার এই পরিস্থিতি দেখে শুধু মুসলিমরাই ব্যথিত নন, বরং ভিন্নধর্মের মানুষরাও আজ শোকাহত। ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে বড় এই নিঃশংসতায় কেউ কেউ বলছেন—”ওরা মানুষ নয়, যেন জীবন্ত কোনো জানোয়ার কিংবা হিংস্র পশু।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *