তাহলে কি পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নিচ্ছেন নরেন্দ্র মোদী!

ভারতের এক দশকেরও বেশি সময়ের প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শাসনামলে প্রতিবেশী দেশগুলোর সাথে বৈরী সম্পর্ক তৈরি করেছেন বলে সমালোচিত। এ কারণে নিজ দেশেও চাপের মুখে পড়েছেন তিনি।

কিছু মহল থেকে অভিযোগ উঠেছে যে, মোদির এককেন্দ্রিক নেতৃত্বের কারণে ভারতের অখণ্ডতা হুমকির মুখে রয়েছে। সম্প্রতি মোদির পদত্যাগ ও রাজনীতি থেকে অবসর নেয়ার খবর প্রকাশিত হয়েছে।

শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, মোদি সেপ্টেম্বরে অবসর নিতে পারেন এবং তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে।

রাউতের মতে, মোদি গত ৩০ মার্চ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর নাগপুর সদর দপ্তরে গিয়ে দলীয় প্রধান মোহন ভগবতের সাথে আলোচনা করেছেন, যা তার অবসরের ইঙ্গিত বহন করে।

রাউত আরও বলেন, “আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। মোদির সময় শেষ হয়েছে, এবং পরবর্তী বিজেপি নেতা মহারাষ্ট্র থেকে নির্বাচিত হবেন।” তবে বিজেপির সিনিয়র নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই দাবি খারিজ করে বলেছেন, “মোদি আরও বহু বছর দেশের নেতৃত্ব দেবেন।

নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রথমবার, ২০১৯ সালে দ্বিতীয়বার এবং ২০২৪ সালে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নিয়ে বিতর্ক থাকলেও, তিনি দেশের ইতিহাসে দীর্ঘস্থায়ী ক্ষমতাধারী নেতাদের মধ্যে একজন।

এখনো আনুষ্ঠানিকভাবে মোদির পদত্যাগ বা অবসরের কোনো ঘোষণা না এলেও, রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা তীব্র হয়ে উঠেছে।

সূত্র: https://youtu.be/0Y5L9n6cM_U?si=q5FEC8ZilmYD6H-H

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *