
প্রবাসী সাংবাদিক খালিদ মুহিউদ্দীন বলেছেন, এর আগের আমলে আমরা দেখেছি অজান্তে নয়, জেনে শুনেই শেখ হাসিনার নামের আগে ‘হযরত’ শব্দটি যুক্ত করেছিলেন তখনকার সংসদের হুইপ আবুদ সাঈদ আল মাহমুদ স্বপন।
৫ বছর আগে সমালোচনার মুখেও পিছু হটেননি তিনি; বলেছিলেন, ‘হযরত’ শব্দের বাংলা অর্থ: জনাব বা সম্মানিত। ‘হযরত’ অর্থ লর্ড বা প্রভু নয়।
একজন মুসলমান আরেকজন মুসলমানকে ‘হযরত’ বলে ইজ্জত দিতেই পারে৷ সাবেক এই হুইপ কি কোন একটা সময় দাবি করে বসবেন, ‘হযরত হিজরত করেন ভারতে’?
সূত্রঃ https://www.facebook.com/share/r/18ercwRU6X/