সাবেক ছাত্রদল নেতার বান্ডেল বান্ডেল টাকা বিতরণের ভিডিও প্রকাশ্যে

একটি কক্ষে চেয়ারে বসে টাকা গুনছেন আর বিলিয়ে দিচ্ছেন এক নেতা, তাকে ঘিরে দাঁড়িয়ে ও বসে আছেন প্রায় পঁচিশ-ত্রিশজন যুবক। নেতার সামনে টেবিলে রাখা ১ হাজার, ৫০০, ২০০, ১০০ টাকাসহ খুচরা টাকার অনেকগুলো বান্ডেল।

বান্ডেল থেকে টাকা গুনে গুনে তিনি বিলিয়ে দিচ্ছেন সামনে থাকা যুবকদের। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের এক সাবেক নেতা তার নিজের

ফেসবুকে পেজে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক।’ চাঞ্চল্যকর এই ভিডিওটি ইতোমধ্যে সারা দেশে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটির নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা।২৭ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরিহিত এক নেতা তার রুমে উপস্থিত প্রত্যেককে টাকা দিচ্ছেন।

এছাড়া তাকে টাকা গুনতে সাহায্য করতেও দেখা গেছে একজনকে।ভিডিওটি প্রকাশের পরপরই একজন সাবেক ছাত্রনেতার এই টাকার উৎস নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে।

নেটিজেনরা তার টাকার উৎস জানতে চেয়ে কেউ কেউ একে ‘চাঁদাবাজির অর্থ’ হিসেবে আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন, ‘আট মাস ধরে ক্ষমতার সর্বোচ্চ সুবিধা ভোগ করলেই কর্মীদেরকে এভাবে বান্ডেল বান্ডেল টাকা বিতরণ করা যায়।’

সূত্র: https://www.facebook.com/watch/?v=1031503518829910&rdid=B2MaJXccIGExs9j6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *