ইউনুস সাহেব একাই একশ, আ. লীগের সমর্থক আছে মাত্র ৫%!

সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী বলেছেন, ইউনুস সাহেব একাই ১০০ আওয়ামী লীগের সমর্থক ৯০% এখন হাসিনার বিরোধী। পতিত সরকারের পক্ষে তারাই আছে যারা এখন পলাতক হয়ে আছে।

কারণ তারা পুত্রের শোক ভুলে কিন্তু টাকার শোক ভুলে না। টাকা ছিল তাদের জন্য মেনিয়া, তারা টাকার জন্য অন্ধ ছিল।আজ ২৯ মার্চ (শনিবার) একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, আওয়ামী-লীগ আবার বাংলাদেশে এসে শাসন ক্ষমতা দখল করবে এটা জাস্ট অন্ধকারে রেখে মানুষের কাছে একটি প্রোপাগান্ডা। এমনকি তারা এখন কিছুই না। এতদিন যারা তাদের সাথে

জোটবদ্ধ ছিল তারাও এখন বলছে আওয়ামীলীগ নিষিদ্ধ হওয়া দরকার। সুতরাং আবারো বলছি আওয়ামী লীগের এসব কথা শুধুমাত্র তাদের মুখের বুলি। ৫ পার্সেন্ট লোক এখন তাদের সমর্থন করে না।

এমনকি আওয়ামী লীগের ৯০% মানুষ এখন পলাতক নেতাদের বিরুদ্ধে। যারা তাদেরকে ফেলে রেখে চলে গেছে। তাদের এখনো নাকি ৩০% সমর্থক আছে এগুলো নির্জলা মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *