পালানো আওয়ামী ৬২৬ জনের বিষয়ে যে তথ্য দিলেন ‘জুলকারনাইন’

আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে ১৯৭১ সালের গণহত্যার সময় আওয়ামী লীগের কিছু সদস্যের পালিয়ে যাওয়ার ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন।

তার মতে, “যদি সেনাপ্রধান কারো পালিয়ে যেতে সহায়তা করে থাকেন, তাহলে এই তথ্য প্রকাশ্যে আসা উচিত ছিল।” সায়ের দাবি করেন, “আমাদের হাতে ২০০ থেকে ৩০০ জনের একটি তালিকা আছে,

যেখানে বিভিন্ন এমপি, জজ ও পুলিশ অফিসারের নাম রয়েছে।” তিনি ব্যাখ্যা করেন, “তৎকালীন পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাদের যেতে দেওয়া হয়েছিল। বাংলাদেশে তখন সরকার বলতে কিছু ছিল না,

এটি ছিল একটি উদ্ভট পরিস্থিতি। সায়ের তীক্ষ্ণ প্রশ্ন রাখেন, “বিমান বাহিনী কি সেনাপ্রধান চালান? যে বিমানগুলো উড়ে গেছে, সেগুলো বিমান বাহিনী কেন আটকায়নি?” তিনি আরো যোগ করেন, “সেনাবাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির নির্দেশ উপেক্ষা করা কি সম্ভব ছিল? বিশেষ করে যখন দেশে কোনো সরকার প্রধানই ছিলেন না।সায়ের জোর দিয়ে বলেন, “এই ঘটনাগুলো সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা প্রয়োজন। কারা কীভাবে আশ্রয় নিয়েছিল,

কেন তাদের ছেড়ে দেওয়া হলো – এসব প্রশ্নের উত্তর জনগণ জানার অধিকার রাখে।” তিনি উল্লেখ করেন, “৬২৬ জন যদি নিজেদের জীবন রক্ষার্থে চলে যায়, তাহলে তাদের আটকানোর দায়িত্ব কার ছিল? এটি একটি অত্যন্ত জটিল রাজনৈতিক প্রশ্ন।”

সূত্র:https://youtu.be/nVYf4ZhnIKU?si=9jmJHkStppoHIB21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *