সরকারি চাল চুরির সময় আ’টক স্বেচ্ছাসেবক দল নেতা

ঠাকুরগাঁওয়ে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম। এ সময় স্থানীয়রা ইউনিয়ন পরিষদের পাশের গোডাউন থেকে চালবোঝাই ট্রাক্টর আটক করে।

পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) শেষ রাতে উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে চালবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টরসহ তাকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান।

আটক আমিনুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ওই ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর ছেলে। এছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নসিরউদ্দিনের ছেলে সুলতান।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল গভীর রাতে ট্রাক্টরে করে বাসায় সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিলো। ট্রাক্টরটির ইঞ্জিনের শব্দ শুনে নৈশপ্রহরীসহ স্থানীয় বাসিন্দারা এগিয়ে যান। তারা দেখেন কয়েকজন লোক ট্রাক্টরে চাল তুলছেন। এসময় অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলাম আটক হন। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল কালাম বলেন, এই চাল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাতেনাতে ধরা পড়ায় আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির অনেক নেতার জড়িত থাকার কথা আমিনুল স্বীকার করেছেন। ট্রাকবোঝাই সরকারি চালসহ আমিনুলকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *