বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের একজন কর্মকর্তা বলেন, বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মামলা চলমান রয়েছে এবং আমাদের তদন্ত দল এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট তদন্তকারী দল প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করছে।

তদন্তের অগ্রগতি হলে, আমরা যথাসময়ে আপনাদেরকে তা জানিয়ে দেব। যদি তদন্তকারীরা আরও কোন গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পান, তবে সে বিষয়গুলোও জানিয়ে দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

তথ্যসূত্রঃ https://youtu.be/8OrM_LvaG8w?si=ju9GQ3x1T3XHQPpF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *