
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দলিল লেখকদের ১০টি অফিস ও ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। আগুনে পুড়ে কয়েক হাজার গুরুত্বপূর্ণ দলিল ছাই হয়ে গেছে।
শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাজারের স্টেশন রোড জেলা পরিষদ মার্কেট সংলগ্ন পৌরসভা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর ব্যবসায়ী ও দলিল লেখকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ষড়যন্ত্রমূলকভাবেই দেওয়া হয়েছে এ আগুন। আগুনে দলিল লেখকদের ১০টি অফিস পুড়েছে। এতে কয়েক উপজেলার কয়েক হাজার দলিল ছিল, সেগুলোও পুড়ে গেছে। এতে শুধু ব্যবসায়ীরা নয়। উপজেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্থ হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম ও মাসুদ আলমসহ একাধিক ব্যবসায়ী বলছেন, মূলত হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এ মার্কেট নিয়ে পূর্বের দ্বন্দ্ব রয়েছে। জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে। তাই পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা এসব দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
হাজীগঞ্জ পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম বলেন, ‘দুর্ঘটনা সব সময়ই দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনার আড়ালে যদি কেউ স্বার্থ হাসিল করে বা ষড়যন্ত্র করে ব্যবসায়ীদের ক্ষতি করে থাকে, সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে।’
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মোতালেব মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। দলিল লেখক ও ব্যাবসায়ীদেরসহ ১৪টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছেন।