
ইসরায়েলের সাবেক রাজধানী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের শাসকগোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের স্থল ও আকাশপথে
হামলায় বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনায় প্রতিশোধ নিতে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। খবর দ্য হিন্দুর। ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকায় পুনরায় শুরু করা স্থল অভিযান
আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার ওই অঞ্চলের উত্তর-দক্ষিণের প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা
হামলায় গাজায় দুদিনে ১৯০ জনেরও বেশি শিশুসহ ৯৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালের দিকের হামলায় আরও প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন : ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ খোদ নিজ দেশের সংবাদপত্রের ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজেদাইন আল-কাশেম ব্রিগেডস বলেছে,
গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিশোধে তারা তেল আবিবকে রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ছোড়া একটি প্রোজাক্টাইল আটকে দেয়া হয়েছে।
এছাড়া অন্য দুটি প্রোজেক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে। তবে এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইহুদিবাদী দেশটি।
কয়েক সপ্তাহের অচলাবস্থার পর মঙ্গলবার ভোরের দিকে গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। পবিত্র রমজানে ইসরায়েলের নির্বিচার এই হামলার নিন্দায় সরব হয়ে উঠেছে মুসলিম বিশ্ব।
গত ১৯ জানুয়ারি ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তির পর কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করছিল গাজায়। নতুন চুক্তিতে পৌঁছানো নিয়ে উভয়পক্ষের মাঝে টানাপোড়েন তৈরি হয়েছে। এর মাঝেই গাজায় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল।