বোলিং পরীক্ষায় পাশ ‘সাকিব’, থাকছে না আর বাধা

পাকিস্তান ও দুবাইয়ে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে চেন্নাইয়ে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ

করতে না পারায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন না তিনি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও নিশ্চিত করেছিলেন শুধু ব্যাটার বলেই সাকিবকে দলে রাখেননি তারা।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পাওয়ায় খুব একটা তাড়াহুড়ো করার প্রয়োজন ছিল না সাকিবের। এমনটা মাথায় রেখেই হয়ত খানিকটা সময় নিয়ে ইংল্যান্ডে বোলিং অনুশীলন শুরু করেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টিতে সারের হয়ে খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেই দলের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গেই বোলিং নিয়ে কাজ করতে থাকেন তিনি।

ডিপিএল শুরুর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল নিশ্চিত করেছিলেন মার্চে তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। কদিন আগে দেয়া সেই পরীক্ষায় উতরেও গেছেন বাঁহাতি এই স্পিনার। ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাঁধা থাকছে না সাকিবের। এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে দেশের পাশাপাশি অবাধে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতাতে পারবেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফর থেকে দেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। ব্যাটিংয়ে সফল হতে না পারলেও দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচের পর সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

এমন অবস্থায় ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। তবে সেখানে পাশ করতে না পারায় তাকে বোলিংয়ে নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসির স্বীকৃত বোলিং অ্যাকশন পরীক্ষা কেন্দ্রে ফেইল করায় আন্তর্জাতিক ক্রিকেটেও সেই নিষেধাজ্ঞা বহাল থাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পরবর্তীতে ২১ ডিসেম্বর চেন্নাইয়ে আবারও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে দেয়া পরীক্ষাতেও পাশ করতে না পারায় আগের মতোই নিষিদ্ধ থাকতে হয় সাকিবকে। তবে কদিন আগে ইংল্যান্ডে আবারও পরীক্ষা দিয়ে উতরে গেছেন তিনি।

যদিও একটা ভয় থেকেই যাচ্ছে তারকা অলরাউন্ডারের। আইসিসির নিয়ম অনুযায়ী, একবার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে বোলিংয়ে ফেরার পর আবারও যদি তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় তখন পরবর্তী এক বছরের জন্য তিনি নিষিদ্ধ থাকবেন। ফলে বোলিংয়ে ফিরতে যাওয়া সাকিবকে বাড়তি সতর্কও থাকতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *