মেজর ডালিমকে যেভাবে সাক্ষাৎকার দিতে রাজি করিয়েছিলেন

প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একুশে টেলিভিশনের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেজর ডালিমকে লাইভে আনার প্রক্রিয়া ও চ্যালেঞ্জগুলোর বিষয়ে কথা বলেছেন

তিনি জানান, এটি সহজ কোনো কাজ ছিল না এবং বিষয়টি নিয়ে নানা নিরাপত্তাজনিত জটিলতা পেরোতে হয়েছে। ইলিয়াস হোসেন বলেন, “আমি চেয়েছি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা মানুষ দুই পক্ষ থেকেই শুনুক।

এক পক্ষ মেজর ডালিমকে ভিলেন ভাবে, আরেক পক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভিলেন ভাবে। তাই আমি ডালিমকে লাইভে আনতে চেয়েছিলাম, যাতে সবাই ইতিহাসের দুই দিক থেকে বিষয়টি বুঝতে পারে।

তিনি জানান, মূলত ১ জানুয়ারি মেজর ডালিমকে লাইভে আনার পরিকল্পনা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। ডালিম যে দেশে অবস্থান করছেন, সেখানকার একটি সংস্থা থেকে অনুমতি নিতে দেরি হয়েছে।

শুধু তাই নয়, আরও একটি দেশের নিরাপত্তা সংস্থা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও অনুমোদন নিতে হয়েছে। অনেকে মেজর ডালিমের হাতের একটি আঙুল নেই দেখে বিস্মিত হয়েছেন।

এ প্রসঙ্গে ইলিয়াস হোসেন বলেন, “ডালিম তার বইতে বিষয়টি স্পষ্ট করেছেন। এটি নতুন কোনো বিষয় নয়।” এছাড়া লাইভ চলাকালীন মেজর ডালিমের আইডির নাম “রফিক” দেখা যাওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি।

তিনি বলেন, “নিরাপত্তার কারণে তিনি অন্য একজনের আইডি থেকে লাইভে যুক্ত হয়েছিলেন। কিছু সময় পর আমি বিষয়টি সংশোধন করি। এটি নিয়ে ধোঁয়াশার কিছু নেই।”

সাংবাদিক ইলিয়াস হোসেন মনে করেন, মেজর ডালিমকে নিয়ে বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ নেই। কারণ, যেভাবেই হোক, কেউ না কেউ তাকে চিনবেনই। ইতিহাসের সত্যের মুখোমুখি হতে হবে, এবং সব দিক থেকেই তা বিশ্লেষণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সূত্র : https://youtu.be/3XRdWhIB6SM?si=o6rH78REHWKpb_GX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *