শনিবারও স্কুল খোলা থাকবে—চলতি মাসের শুরুর দিকে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমন তথ্য ভাইরাল হওয়ার পরপরই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন শিক্ষকরা।
তাদের এই ক্ষোভের বিষয়টি আমলে নিয়ে তখনই শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়ে দেয়, এ তথ্যটি ভুয়া। তবে মাউশির এই বার্তায়ও শিক্ষকদের উৎকণ্ঠা কাটেনি।
তবে সোমবার (২৩ ডিসেম্বর) ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় শুক্র ও শনিবার দু’দিন সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে। ফলে শিক্ষাপঞ্জি প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষকদের উৎকণ্ঠাও দূর হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষর কৃত এক প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকা প্রকাশ করা হয়।
এ বিষয়ে রহিমা আক্তার জানান, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এ ছুটির বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। শিক্ষাপঞ্জির এই তথ্যই সঠিক। শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে ৫ নম্বর অনুচ্ছেদে
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দু’দিন ছুটি থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। এ ছুটি ছাড়া আগামী বছরের মোট ছুটি থাকবে ৭৬ দিন।