
দুই উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণধিক্কার পরিষদ। সংগঠনটি ১৫ দিনের মধ্যে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ না হলে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে।
আজ দুপুরে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র ফরুক হাসান এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “যদি নির্ধারিত সময়ের মধ্যে তারা পদত্যাগ না করেন,
তাহলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, সরকার আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধ না করে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে।
এছাড়া সরকারের উপদেষ্টা সমন্বয়ক এবং জাতীয় পার্টির নেতাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের তদবির করা হচ্ছে, যা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা দাবি করেন, এসব নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে।
ফারুক হাসান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধ করা এবং পূর্ববর্তী একতরফা তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করার বিষয়ে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আমরা স্পষ্টভাবে বলছি, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। যদি তারা আগামী ১৫ দিনের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে আমরা যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করব। ইনশাল্লাহ।”