
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশ এখন নতুন এক দেশের পথে এগোচ্ছে। তিনি উল্লেখ করেন, “এটা নতুন দেশ। তবে নতুন দেশ মানেই আশেপাশের দুই-চারটি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা নয়।
বরং আমাদের লক্ষ্য বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তৈরি করা। আমরা ছোট পরিসরের খেলোয়াড় নই, বরং দুনিয়ার মাঠের খেলোয়াড়। ড. ইউনুস বাংলাদেশের সামগ্রিক অগ্রগতি নিয়ে আশাবাদ
প্রকাশ করে বলেন, “বাংলাদেশ এক অপূর্ব দেশ। এই দেশের মানুষ বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। আমাদের সাফল্য দেখে বিশ্ব হাততালি দিচ্ছে। এবার সময় এসেছে আরও বড় কিছু করার। আমরা তা পারি এবং অবশ্যই করব।”
তিনি আরও বলেন, “আমরা বাস্তবেই পারি, আমাদের সে সুযোগ আছে। সেই সুযোগের কথা বারবার বলার চেষ্টা করছি—এই সুযোগগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং কাজে লাগাতে হবে।”
অতীত নিয়ে আক্ষেপ না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন ড. ইউনুস। তিনি বলেন, “অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নেই। আমাদের নতুনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং তা কাজে দেখাতে হবে। মুখে বলে নতুন বাংলাদেশ হবে না, আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে পরিবর্তন সম্ভব।”
তার মতে, সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতে পারে এবং বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।