হাসিনার চাচাতো ভাই ভারতের নাগরিকত্ব নিয়ে ‘শেখ জুয়েল এখন বিধান মল্লিক’

সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, সেখ জুয়েল এখন বিধান মল্লিক। হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব।

মূল ফেসবুক পোস্টটি ছিল, বাংলাদেশের মেক্সিকোসহ উত্তর আমেরিকার সাতটি দেশে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর। তিনি একটি বেসরকারি গণমাধ্যমের প্রকাশিত খবর শেয়ার করে লিখেছেন,

“হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, পিতার” উত্তরাধিকার শেখ পরিবারের কি একটা অবস্থা! মূল খবরটি ছিল একটি বেসরকারি গণমাধ্যমের, যেখানে বলা হয়েছে; পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ জুয়েল এখন বিধান মল্লিক।

ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক হিসেবে। তার বাবার নাম শেখ আবু নাছের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মুদিন্দ্রনাথ মল্লিক। নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ।

সূত্রঃ https://www.facebook.com/share/14LyKVzma9/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *