
গাজীপুরের তেলিপাড়া এলাকার ইস্মোগ সোয়েটার নামক কারখানায় ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এই অসন্তোষের কারণে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ থাকার পর, সেনাবাহিনী শ্রমিকদের ৭ মিনিটের আল্টিমেটাম দেয়। সেনাবাহিনীর হুঁশিয়ারির পর ২ মিনিটের মধ্যে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
হ্যান্ড মাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন, “আপনারা দাবিগুলো নিয়ে নেগোসিয়েশন চলছে এবং তা চলবে। এতে কোনো সমস্যা নেই। যদি ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকে, তবে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে।
তবে গতকালই শ্রম মন্ত্রণালয় এবং আইজিপি সংবাদ সম্মেলনে বলেছেন যে, এখন থেকে কোনো রোড ব্লক গ্রাহ্য করা হবে না। রোড ব্লক এবং জনভোগান্তি এক পানিশেবল ক্রাইম। এর জন্য যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন।
এদিকে, ওই সেনা কর্মকর্তা আরও বলেন, “আপনার জন্য সময় দেওয়া হচ্ছে ৭ মিনিট। ৭ মিনিটের মধ্যে আপনাদের সাইডে দাঁড়িয়ে যেতে হবে। যদি সড়ক না ছাড়েন, তাহলে আপনার দাবির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে আগে রাস্তা ক্লিয়ার করতে হবে। আমি পরিষ্কার বলছি, ৭ মিনিটের মধ্যে রাস্তা না ছাড়লে তা আদেশ ভঙ্গ হবে এবং জনভোগান্তি সৃষ্টি করার জন্য আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সেনাবাহিনীর এই কঠোর বক্তব্যের পর, মাত্র ২ মিনিটের মধ্যে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে সরে যান। দুপুর পৌনে ১২টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা শুরু করে এবং শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে দেন। এ ঘটনায় সড়ক অবরোধ তুলে নেয়ার পর, এলাকার পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয় এবং শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে তাদের দাবির কিছু সমাধানও হয়েছে বলে জানা গেছে।