
গণজাগরণ মঞ্চের মূখ্য সংগঠক লাকি আক্তারের গ্রেফতার ও ধর্ষণের দ্রুত বিচার সহ ৫ দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের সদস্যরা বুধবার (১২ মার্চ) বিকেল ৪টা থেকেই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে ও ৫টি দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছে।
ইনকিলাব মঞ্চের সদস্যরা বলছেন, যতদিন তাদের দাবি না মানা হবে ততদিন তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এমনকি যদি ঈদ পর্যন্তও থাকা লাগে তারা এখানেই ঈদ করতে প্রস্তুত আছেন। সন্ধ্যার পরে তারা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে আবার ফিরে আসে শাহবাগে।
ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি হলো, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।
একইসঙ্গে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে; বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে; অবিলম্বে লাকী আক্তার ও তার সহযোগীদের গ্রেফতার করে ২০১৩ সালের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উন্মোচন করতে হবে;
জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।