ভাইরাল ৮ উপদেষ্টার অনুমোদন নিয়ে যা বললেন ‘প্রেসসচিব’

‘নতুন আট উপদেষ্টাকে অনুমোদন’ মন্ত্রীপরিষদ বিভাগের এমন একটি অনুমোদনপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এই অনুমোদনপত্রটি ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি ওই অনুমোদনপত্রটি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন মিথ্য ও বানোয়াট।ভুয়া ওই অনুমোদনপত্রে বলা হয়েছে, মো. ইমরান আলী,

ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন

সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো। আগামী ২১ মার্চ (শুক্রবার) তাদের শপথের তারিখ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *