যেভাবে গ্রেফতারের ক্ষমতা পাচ্ছেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা

আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ লক্ষ্যে ৫০০জন বেসরকারি নিরাপত্তাকর্মীদের (প্রাইভেট সিকিউরিটি গার্ড) ‘অক্সিলারি পুলিশ ফোর্স’

হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা তাদেরকে নির্দিষ্ট পরিসরে গ্রেফতারের ক্ষমতা প্রদান করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএনপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার জানান, “আমাদের ব্যবস্থাপনা আমরা করব,

তবে ঢাকাবাসীর প্রতি অনুরোধ, আপনারা নিজ নিজ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করুন। ১৫ রোজার পর বহু মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন, তাই বাড়ি, ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে গ্রহণ করা জরুরি।”

তিনি আরও বলেন, “ঈদ ঘিরে শপিং সেন্টার ও আবাসিক এলাকাগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকবে। পুলিশের স্বল্পতা থাকায় অতিরিক্ত নিরাপত্তার জন্য অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হচ্ছে।

এই নিয়োগপ্রাপ্তরা একটি নির্দিষ্ট ব্যান্ড পরিধান করবেন এবং তারা পুলিশ কর্মকর্তাদের মতোই দায়িত্ব পালন করবেন। অক্সিলারি পুলিশ সদস্যদের বিষয়ে তিনি বলেন, “আইন অনুযায়ী তাদেরকে পুলিশের মতোই কিছু নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হচ্ছে,

যার মধ্যে গ্রেফতার করার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, আইনি সুরক্ষাও তারা পাবেন। তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশের অনেক সদস্য ঈদ উপলক্ষে ছুটিতে যাবেন,

তবে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *