সরকারি টিসিবির পণ্য বিতরণে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক (৪৮) নামে এক নেতা নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদের অদূরে এই ঘটনা ঘটে। নিহত বফিকুল ইসলাম আব্দুর রহিমের ছেলে ও চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে রফিকুল ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম নামে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

কিছুক্ষণ পরে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *