
বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণকারী ভাইরাল যুবক সুমন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন মিয়া চাঁদপুরের শাহরাস্তি থানার চান্দাইল এলাকার মৃত আব্দুর রবের ছেলে।
তিনি আশুলিয়ার বাসাইদ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
আরো পড়ুন: ১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি করা সেই সিনিয়র সচিব গ্রেপ্তার
পুলিশ জানায়, বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় গিয়ে ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ‘ছাত্রলীগের ওসি’ বলে বিব্রত করার চেষ্টা করেন সুমন। তিনি দাবি করেন, বিএনপি অফিস থেকে তাকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে পাঠানো হয়েছে।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বিষয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে কথা বলেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।