১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি করা সেই সিনিয়র সচিব গ্রেপ্তার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো. সোলেয়মান জানিয়েছেন, ওই এলাকায় এক চিকিৎসকের বাসায় আত্মগোপনে ছিলেন জিয়াউল আলম।

আরও পড়ুনঃ বসুন্ধরার ঘটনা নিয়ে যা বললেন সারজিস আলম

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, অভিযোগে জানা গেছে, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেন আসামিরা।

জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশ-বিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে ডিজিকন। তথ্য বিক্রি করে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *