মধ্যরাতে দরজা ভেঙে সাবেক এমপির বাসায় রহস্যময় ‘তল্লাশি’

রাজধানীর গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়িতে মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশির নামে প্রবেশ করে ৪০-৫০ জনের একটি দল, যারা নিজেদের “ছাত্রজনতা” পরিচয় দেয়।

তাদের দাবি ছিল, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে, সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি।

তবে, বাড়ির ভেতরে থাকা সদস্যরা জানান, এটি তানভীর ইমামের নয়, বরং তার সাবেক শ্বশুর রহমান সাহেবের বাড়ি। তাদের ভাষ্যমতে, ২০০১ সালে তানভীর ইমামের সঙ্গে রহমান সাহেবের মেয়ের বিবাহ বিচ্ছেদ হয় এবং পরে তানভীর ইমাম যুক্তরাষ্ট্রে চলে যান।

ছাত্রজনতা পরিচয়ধারীরা দাবি করেন, তারা বাড়িটিতে অবৈধ অস্ত্র ও ছাত্র হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা লুকিয়ে আছেন— এমন তথ্যের ভিত্তিতেই সেখানে প্রবেশ করেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা যে সূত্র থেকে খবর পেয়েছি, তাতে জানা গেছে এখানে হত্যাকারীরা আছে। তাই আমরা তল্লাশি চালিয়েছি।”

তল্লাশির কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ওই দলটিকে পালিয়ে যেতে বাধা দেয়। তবে প্রায় দুই ঘণ্টা পর কাউকে আটক বা গ্রেপ্তার না করেই ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর প্রশাসনের কোনো বাহিনীই সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *