জেল থেকে পাঠানো চিঠিতে যা লিখলেন জাতীয় পার্টির সাবেক এমপি, যা ইতোমধ্যেই ঝড় তুলেছে

জেলে আটক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর একটি চিঠি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে তিনি স্বাভাবিকভাবেই বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন।

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টে উঠে এসেছে সেই চিঠির বিষয়বস্তু, যা নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে।

প্রকাশিত তথ্যমতে, গোলাম কিবরিয়া টিপু তার চিঠিতে জানিয়েছেন, তিনি স্বপ্নে দেখেছেন তার চারপাশে চুরি হচ্ছে। তিনি তার অফিসের নিয়মিত কর্মীদের গোপনে ২০% বেশি বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া, (সম্ভবত তার মেয়ে) ফারিয়ার বাসায় ইফতার পাঠানোর পাশাপাশি রোজার মধ্যে একটি খাসি জবাই করে পাঠানোর কথাও উল্লেখ করেছেন।

পাশাপাশি, কিছু ফকিরকে ইফতার করানোর বিষয়েও বলেছেন। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একজন বন্দী কীভাবে কারাগার থেকে এমন নির্দেশনা দিচ্ছেন?

কারাগারে মোবাইল ফোন আনা নিষিদ্ধ থাকার পরও কীভাবে এসব বার্তা বাইরে আসছে, সে প্রশ্ন তুলেছেন জুলকারনাইন সায়ের। তার মতে, রোজার মাসেও কারারক্ষীরা ১০০০ টাকা ফ্লেক্সিলোডের বিনিময়ে এ ধরনের অবৈধ যোগাযোগের সুযোগ দিচ্ছে, যা কারা কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকেই সামনে নিয়ে আসে।

এ বিষয়ে এখনো পর্যন্ত কারা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, যদি কারাগারে থেকেই কেউ স্বাভাবিকভাবে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে পারে,

তাহলে জেলে রাখার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। পাশাপাশি, কারাগার থেকে কোনো অপকর্ম বা ষড়যন্ত্র হচ্ছে কিনা, সেটিও তদন্ত করা জরুরি বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *