
সোমবার (০৩ মার্চ) আওয়ামী লীগের ওয়েবসাইটে জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে পুনরায় নতুন ও নিরপেক্ষ প্রতিবেদনের দাবি জানানো হয়েছে। সেখানে আরও দাবি করা হয়েছে নতুন প্রতিবেদনে বর্তমান সরকারের ব্যর্থতাসহ আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।
“ওএইচসিএইচআর-এর প্রতিবেদন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি জরুরি অনুস্মারক। তাই তাদের বাংলাদেশের পরিস্থিতির প্রতি মনোযোগী থাকা প্রয়োজন।
তবে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের শাসনাধীন চলমান ব্যর্থতা এবং চরম দুর্নীতির জন্য সরকারকে দায়বদ্ধ করতে ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে ।
ফলে, আওয়ামী লীগ এই প্রতিবেদন সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে এবং এর তদন্ত পদ্ধতির গুরুতর ত্রুটিগুলোর নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে, দলটি একটি নতুন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে।
বাংলাদেশ বর্তমানে এমন একটি নির্ভরযোগ্য তদন্তের প্রয়োজনীয়তা অনুভব করছে, যা ১৫ আগস্টের পূর্ব ও পরবর্তী সময়ে চলমান অস্থিরতার যথাযথ বিবরণ ও নথিভুক্তি নিশ্চিত করবে।
এই তদন্তের আওতায় অন্তর্ভুক্ত হওয়া উচিত সংগঠিত হত্যাকাণ্ড ও আওয়ামী লীগের (দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল) সদস্য ও সমর্থকদের অবৈধ আটক,
ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান আক্রমণ, গণমাধ্যম ও সাংবাদিকদের দমন এবং দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে ধীরে ধীরে বাড়তে থাকা র্যাডিক্যাল ইসলামীকরণের বিষয়গুলো।”
সূত্র: https://tinyurl.com/2s4ucyes